প্রেমিকা ব্রুনাকে মাত্র কিছুদিন আগেই 'সাবেক' ঘোষণা করেছিলেন ব্রাজিল সুপারস্টার নেইমার। তবে লুকিয়ে প্রেম করেও রক্ষা পেলেন না তিনি! খেলোয়াড়দের পার্টি লাইফ সবসময়ই সাধারণ মানুষ তথা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। সিআর সেভেন হোক বা বোল্ট, গেইল হোক বা যুবরাজ সিং; ক্রিকেট থেকে ফুটবল সব মঞ্চেই রয়েছে তারকাদের রঙ-বেরঙের নাইট লাইফ এবং পার্টি কালচার। এবার পার্টিতে অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরাবন্দি নেইমার!
প্রিয় ক্লাব বার্সেলোনা কিংবা ব্রাজিলের হয়ে আগামী কয়েকদিন মাঠে নামতে হচ্ছে না নেইমারের। তাই রিও এখন ব্রাজিলেই ছুটি কাটাচ্ছেন তিনি। সেখানেই পার্টিতে মজেছেন বার্সার ১১ নম্বর জার্সির মালিক। ডান্স ফ্লোরে নাচের ছন্দে সাবেক প্রেমিকা ব্রুনার আরও কাছাকাছি আসেন নেইমার। শরীরী আলিঙ্গনে ব্রুনাকে আরও একবার জড়িয়ে ধরে 'ক্লোজ' হতে চান। ব্রুনা যে খুব খুশি হতে পারেননি তা ছবিতে স্পষ্ট।
No comments:
Post a Comment