পিএসজিতে ২০২২ সাল পর্যন্ত থাকার নতুন চুক্তি করেছেন ব্রাজিলের ডিফেন্ডার মার্কিনিয়োস।
ব্রাজিলের এই খেলোয়াড়কে দলে নিতে আগ্রহ দেখিয়ে আসছিল বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও সেরি আ চ্যাম্পিয়ন ইউভেন্তুস। কিন্তু ক্লাবগুলোর প্রস্তাব আমলে না নিয়ে উনাই এমরির দলেই দীর্ঘ সময়ের জন্য চুক্তি করলেন মার্কিনিয়োস।
সংবাদ মাধ্যমের গুঞ্জন ২৩ বছর বয়সী খেলোয়াড়টিকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে প্রায় ৭ কোটি ইউরো খরচ করতে রাজি ছিলেন ইউনাইটেডের কোচ জোসে মরিনিয়ো। কিন্তু প্যারিসেই থেকে গেলেন রক্ষণভাগের এই খেলোয়াড়।
গত মৌসুমে পিএসজির হয়ে লিগ ওয়ানে ২৭টি ম্যাচ খেলেন মার্কিনিয়োস। ফ্রান্সের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগে টানা চার বছরের আধিপত্য ধরে রাখতে পারেনি তার দল। মোনাকোর কাছে লিগ ওয়ানের শিরোপা হারাতে হয় তাদের।
স্ট্রাইকার এদিনসন কাভানি, মার্কিনিয়োসের স্বদেশি চিয়াগো সিলভা ও প্রেসনেল কিমপেম্বের সঙ্গেও নতুন চুক্তি করেছে পিএসজি। প্রস্তুতি নিচ্ছে নতুন মৌসুমের জন্য।
No comments:
Post a Comment