হন্ডুরাসে নির্বাচনোত্তর সহিংসতা রোধে কারফিউ জারি করা হয়েছে। শনিবার স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানায়। দৈনিক লা প্রিনসা প্রত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া আরো জানায়, সহিংসতা রোধে গত শুক্রবার রাত ১১টায় দেশটিতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ দিনের জন্যে কারফিউ বলবৎ করা হয়েছে।
দেশটিতে গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই সহিংস বিক্ষোভ চলছে। দেশটির সুপ্রিম ইলেক্ট্ররাল ট্রাইব্যুনাল (টিএসই) প্রেসিডেন্ট হিসাবে জুয়ান অরলান্ডো হার্নান্দেজকে বিরোধী নেতা সালভেদর নাসরুল্লাহ’র চেয়ে মাত্র ১ দশমিক ৫ ভাগ বেশী ভোটে নির্বাচিত ঘোষণার পর সহিংস বিক্ষোভ শুরু হয় এবং তা অব্যাহত রয়েছে।
বিরোধী নেতা টিএসই’র বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছেন। নির্বাচনের পর মোট ভোটের ৯৪ দশমিক ৪ শতাংশ গণনা করা হয়েছে। এর মধ্যে বিরোধী নেতা নাসরুল্লাহ পেয়েছেন ৪১ দশমিক ৪ শতাংশ ও নির্বাচিত ঘোষিত প্রেসিডেন্ট হার্নান্দেজ পেয়েছেন ৪২ দশমিক ৯ শতাংশ ভোট। সিনহুয়া।
No comments:
Post a Comment