পিএসজিতে সতীর্থ এডিনসন কাভানি এবং কোচ উনাই এমেরির সঙ্গে ব্রাজিল সুপারস্টার নেইমারের মনোমালিন্যের খবর প্রকাশ হওয়ার পরপরই আন্তর্জাতিক মিডিয়ার শিরোনামে আসে তার রিয়াল মাদ্রিদে যাওয়ার বিষয়টি। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো তো একের পর এক রিপোর্ট প্রকাশ করে যাচ্ছেই।
কিন্তু নেইমারের সাবেক বার্সা সতীর্থ উরুগুয়ে তারকা লুইস সুয়ারেস এই সম্ভাবনাকে স্রেফ উড়িয়ে দিলেন।
নেইমার পিএসজি ছেড়ে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী বলে খ্যাত রিয়ালে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে সুয়ারেস বললেন, 'মোটেও না। সত্যিকার অর্থে, আমি এমন কিছু দেখছি না। আমি জানি, নেইমার কেমন এবং বার্সেলোনা ও সতীর্থদের প্রতি তার কেমন শ্রদ্ধা ছিল। এই ক্লাবটিকে সে এখনও ভালোবাসে। রিয়াল মাদ্রিদের হয়ে সে খেলবে বলে আমার মনে হয় না। '
চলতি বছরের অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্যারিসের ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২২ পর্যন্ত। বিশাল ট্রান্সফার ফি দিয়েও নাকি নেইমারকে কিনতে রাজী রিয়াল।
ইতিমধ্যে নাকি প্রস্তাবনাও প্রায় তৈরী। কিন্তু সাবেক সতীর্থের প্রতি সুয়ারেসের এই বিশ্বাস তো অন্য কথাই বলছে।
No comments:
Post a Comment