সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন, ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা উচিত নয়। তিনি বলেন, ভারতীয় সমাজে মুসলিমদের বিকশিত হওয়ার সুযোগ দেওয়া উচিত এবং তারা যাতে নিজেদের ভারতীয় মনে করেন সেই ব্যবস্থা করা উচিত।
গতকাল শুক্রবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এই কথা বলেন ওবামা। খবর এনডিটিভি’র
প্রধানমন্ত্রী মোদী তার কথায় কোনো উত্তর দিয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবামা বলেন, ব্যক্তিগত আলোচনার এই বিষয়টি প্রকাশ করা তার উদ্দেশ্য নয়। তবে মুসলমানরা যাতে নিজেদের ভারতীয় মনে করেন দেশের সরকার এবং সংখ্যাগরিষ্ঠের সেই সুযোগ দেওয়া উচিত।
ওবামা বলেন, ভারতে মুসলিমরা অনেক ক্ষেত্রেই সফল এবং তারা নিজেদের সমাজে অন্তর্ভূক্ত করতে সক্ষম হয়েছেন। প্রেসিডেন্ট পদ ছাড়ার পর এই প্রথম ভারত সফরে এলেন ওবামা। মিশেল ওবামার ‘ওবামা ফাউন্ডেশন’ নামে একটি অনুষ্ঠান উপলক্ষ্যে তিনি ভারতে এসেছেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
No comments:
Post a Comment