বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র নিহতের খবর ঘোষণা করেছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, তার নিজের রাজনৈতিক দল জেনারেল পিপলস কংগ্রেসের পার্টি পক্ষ থেকে সাবেক প্রেসিডেন্টের আবদুল্লাহ সালেহর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, হুথিরা যখন হামলা চালায় তখন সালেহ বাড়িতেই ছিলেন। হামলায় তিনি নিহত হয়েছেন।
সালেহ শনিবার ইরান সমর্থিত হুদি বিদ্রোহীদের সঙ্গে তার জোটের সম্পর্কের ইতি ঘোষণা করেন। তারা যৌথভাবে তিন বছর ওই এলাকা শাসন করেছেন।
৭৫ বছর বয়সী এই শক্তিশালী নেতা প্রায় তিন দশক ধরে ইয়েমেন শাসন করার পর ২০১২ সালে রাজনৈতিক চাপের মুখে ক্ষমতাচ্যুত হন।
No comments:
Post a Comment