স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, বাংলাদেশে গত এক বছরে ৪৬৯ জন এইডস রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ৯৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত ৪৬৯ জন নতুন এইডস রোগীর সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে ৩৪৪ জন পুরুষ, ১১৭ জন নারী ও ৮ জন হিজড়া বা তৃতীয় লিঙ্গের।’
তিনি জানান, আক্রান্ত ৪৬৯ জনের মধ্যে ২৫ থেকে ৪৯ বছর বয়সী ৩৫৮ জন। মারা গেছেন ৯৫ জন।
No comments:
Post a Comment