সিরিয়ায় ইসলামিক স্টেটসের বিরুদ্ধে যুদ্ধে ১২০০ সৈন্য দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে জার্মানির মন্ত্রিসভা। বিবিসি জানিয়েছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল বুধবার, দেশটির পার্লামেন্টের ভোটে।
জার্মান পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল নেতৃত্বাধীন জোটের থাকায় এই প্রস্তাব অনুমোদিত হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। প্যারিসে সন্ত্রাসী হামলার পরে ফ্রান্সের অনুরোধে সিরিয়ায় ইসলামিক স্টেট বিরোধী জোটে অংশ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন জার্মান চ্যান্সেলর। জার্মানি পর্যবেক্ষক বিমান, ট্যাংকার বিমান ও একটি যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে। তবে জার্মানি সিরিয়ায় সক্রিয়ভাবে লড়াইয়ে অংশগ্রহণ করবে না।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার স্থানীয় দৈনিক বিল্ডকে বলেন, জার্মানি কখনো একসঙ্গে ১২০০ সৈন্য যুদ্ধক্ষেত্রে নিয়োজিত করবে না।
- বিবিসি ও এপি।
No comments:
Post a Comment