Saturday, December 19, 2015
ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করেছে দেশটির পার্লামেন্টের নিন্মকক্ষ। বুধবার নিম্নকক্ষের স্পিকার এদুয়ারদো চুনহা অভিশংসন প্রস্তাব উত্থাপনের অনুমোদন দিয়েছেন। সংসদীয় সরকার পদ্ধতিতে প্রেসিডেন্ট বা সরকারপ্রধানকে ক্ষমতাচ্যুত করার বৈধ উপায় হলো অভিশংসন। সংসদের অধিকাংশ সদস্য সরকারপ্রধানের অপসারণ চাইলে স্পিকারের অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে পার্লামেন্টে ভোট গ্রহণ হয়। ব্রাজিলে দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য প্রেসিডেন্টের বিরুদ্ধে ভোট দিলে, তাকে ক্ষমতা ছাড়তে হয়। দিলমা রুসেফের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে সরকারি অর্থ নয়-ছয় করেছেন তিনি। পুনঃনির্বাচিত হওয়ার জন্য আত্মসাতের অর্থ তিনি অবৈধভাবে খরচ করেছেন। তবে রুসেফ বরাবর এ অভিযোগ অস্বীকার করে আসছেন। গত সেপ্টেম্বরে রুসেফের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব নিন্মকক্ষে উত্থাপনের জন্য চাপ দিচ্ছিল বিরোধীরা। তবে স্পিকার এদুয়ারদো তখন দাবি করেছিলেন, অভিশংসনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন প্রক্রিয়া ব্যাহত হয়। এ কারণে তিনি বিরোধীদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে সম্প্রতি এদুয়ারদোর বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগ উত্থাপন করে বিরোধীরা। এরপরই নিজের অবস্থান থেকে সরতে শুরু করেন তিনি। প্রস্তাবটি নিম্মকক্ষে উত্থাপনের পর তা কার্যকর করতে কমপক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোট প্রয়োজন পড়বে। এদিকে বুধবার টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট দিলাম রুসেফ অভিশংসন প্রস্তাবের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে দুর্নীতির যে আভিযোগ আনা হচ্ছে, তার কোনো প্রমাণ নেই। রুসেফ বলেন, ‘আমি কোনো বেআইনি কাজ করিনি। বিদেশে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমার কোনো গোপন সম্পদও নেই।’
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment