প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাজিলে আবার খুলে দেওয়া হয়েছে বার্তা আদান প্রদানের সামাজিক যোগযোগ মাধ্যম হোয়াটস অ্যাপ। শুক্রবার ভয়েস অব আমেরিকার খবরে জানানো হয়েছে য আদালত গতকাল এই সাইট অস্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিয়েছিল সেই আদালতই তা প্রত্যাহার করে নিয়েছে।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার থেকে আগামী ৪৮ ঘণ্টা সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটস অ্যাপ বন্ধ রাখার নির্দেশ দেয় দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল।
ব্রাজিলের আদালত জানায়, মাধ্যম দুইটি অপরাধ দমন ইস্যুতে সরকারকে সাহায্য না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ব্রাজিলের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি তার নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, এটি ব্রাজিলের ফেসবুক ব্যবহারকারীদের জন্য একটি দুঃখের দিন।
তিনি আশা প্রকাশ করেন, ব্রাজিল সরকার শিগগিরই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।


No comments:
Post a Comment