ব্রাজিলের সাও পাওলোর এক আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাত থেকে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয় ব্রাজিলে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। হোয়াটসঅ্যাপের মালিকানাও ফেসবুকের হাতেই। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় একটি পোস্ট দিয়েছেন জাকারবার্গ। সেখানে তিনি লিখেছেন, ‘ব্রাজিলের ১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। সেই দেশে আদালতের নির্দেশে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি যেন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে ফেসবুক ম্যাসেঞ্জার এখনো চালু আছে। ব্যবহারকারীরা তা ব্যবহার করতে পারেন। এটা ব্রাজিলের জন্য একটা দুঃখের দিন। এই দিন বাদে ব্রাজিল সবসময়ই মুক্ত ইন্টারনেটের পক্ষে কাজ করেছে। ব্রাজিলিয়ানরা সবসময় অনলাইনে তাদের মুক্তমত প্রকাশের ক্ষেত্রে এগিয়ে ছিলেন। আমি হতবাক যে আমাদের সবার এই উদ্যোগ মাত্র একজন বিচারকের রায়ে বন্ধ হয়ে গেল। ব্রাজিলে যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাঁদের সবার জন্য এটা একটা সাজা। আমরা আশা করছি ব্রাজিলের আদালত এই নিষেধাজ্ঞা তুলে নেবেন। আপনি যদি একজন ব্রাজিলিয়ান হয়ে থাকেন তাহলে আওয়াজ তুলুন এবং সরকারের সিদ্ধান্তে জনমতের প্রতিফলন ঘটাতে সাহায্য করুন।


No comments:
Post a Comment