সমালোচকরা বা বিশেষজ্ঞরা যে যাই বলুক না কেন বক্স অফিসের কিং শাহরুখ খানই। মুক্তি পাওয়ার পর প্রথম তিনদিনেই ব্যবসার নিরিখে ভারতে ৬৫.০৯ কোটি টাকার ঘরে 'দিলওয়ালে'।
মুক্তি পাওয়ার পর প্রথম তিনদিনের ব্যবসার নিরিখে ভারতে ৬৫.০৯ কোটি টাকার ঘর পা দিয়েছে 'দিলওয়ালে'। সারা বিশ্বে প্রথম সপ্তাহের তিনদিনের মধ্যেই ১০০ কোটি টাকার ক্লাবে ঢুকে পড়েছে রোহিত শেঠির 'দিলওয়ালে'।
মুক্তির দিন দিলওয়ালে আয় করেছে ২১ কোটি টাকা, দ্বিতীয় দিন মানে শনিবার ২০.০৯ কোটি টাকা। আর দিন রবিবার ২৪ কোটি টাকার ব্যবসা করেছে চলচ্চিত্রটি।


No comments:
Post a Comment