বহুল প্রত্যাশিত দুই সিনেমা বাজিরাও মাস্তানি ও দিলওয়ালের মধ্যে প্রথম দুই দিনের বক্স অফিস লড়াইয়ে এগিয়ে আছে শাহরুখের দিলওয়ালে। দুই দিনে ৪১ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
রোহিত শেঠির দিলওয়ালের পাশে সঞ্জয় লীলা বানসালির দিপীকা, প্রিয়াঙ্কা ও রণবীর সিং অভিনীত বাজিরাও মাস্তানি প্রথম দিনে আয় করেছে ১২.৮০ কোটি রূপি। শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে’ বিশ্বেও দাপুটে ব্যবসা করেছে। ইংল্যান্ডে সদ্য মুক্তি পাওয়া রেকর্ড ভাঙা ‘স্টার ওয়ার্স: ফোর্স অ্যাওয়েকেন্স’ এর পরেই আছে শাহরুখের সিনেমা। এছাড়া অস্ট্রেলিয়ায় ৬, নিউজিল্যান্ডে ৩ নম্বরে রয়েছে সিনেমাটি।
শনিবার শাহরুখের ‘দিলওয়ালে’ ভারতে ২০ কোটি রূপি আয় করেছে, দুই দিনে তাদের সর্বমোট আয় ৪১.০৯ কোটি রূপি। এদিকে বাজিরাও মাস্তানি দ্বিতীয় দিনে আয় করেছে ১৫.৫২ কোটি রূপি, দুইদিনে তাদের আয় ২৮.৩২ কোটি রূপি।
সঞ্জয় লীলার ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় ভারতের ইতিহাসখ্যাত মারাঠা যোদ্ধা পেশওয়া বাজিরাও ও তার দ্বিতীয় স্ত্রীর প্রেমকাহিনী নিয়ে গড়ে উঠেছে। সিনেমায় বাজিরাও এর ভূমিকায় রণবীর সিং ও তার দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন দিপীকা পাডুকোন। বাজিরাও এর প্রথম স্ত্রী কাশিবাঈ এর ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
এদিকে দিলওয়ালের কমেডি, রোমান্স ও অ্যাকশন ভিত্তিক সিনেমায় পাঁচ বছর পরে আবারো একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ-কাজল জুটি। বক্স অফিস।


No comments:
Post a Comment