ইন্দোনেশিয়ার মধ্য জাভায় রোববার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে যুদ্ধ বিমানটি আকাশে মহড়া দেয়ার সময় দ্রুত গতিতে মাটিতে নামার সময় অদৃশ্য হয়ে যায়। এর কয়েক সেকেন্ড পরই মোটা কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় ইয়োগিয়াকারতা শহরে দুর্ঘটনাটি ঘটে।
ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর মুখপাত্র ডিউই বাদারমান্তো টি-৫০ গোল্ডেন ইগল জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। মহড়া দেয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। তিনি ওয়েবসাইট ভিত্তিক সংবাদ মাধ্যম দেতিককে বলেন, এই ঘটনায় দুই চালক নিহত হয়েছে। এই ঘটনায় যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। এএফপি।


No comments:
Post a Comment