ইংলিশ প্রিমিয়ার লীগে ফের ধাক্কা খেলো শিরোপাপ্রতাশী ম্যানচেস্টার সিটি। শনিবার স্টোক সিটির বিপক্ষে তারা দেখলো পরিষ্কার ২-০ গোলে হার । খেলা শুরুর ১৫ মিনিটে দুই গোল হজম করে পয়েন্ট তালিকার শীর্ষ দল ম্যানচেস্টার সিটি । স্টোক সিটির দুই গোলই পান অস্ট্রিয়ান স্ট্রাইকার মার্কো আরনতোভিচ। নিজ মাঠে ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোল আদায় করে স্টোক সিটি। ১৫তম মিনিটে বল পায়ে দারুণ ক্যারিশমা দেখান স্টোক সিটির সুইস তারকা ও সাবেক বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার জারদান শাকিরি। শাকিরির নিপুন পাসে নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করেন আরনতোভিচ। চলতি প্রিমিয়ার লীগে ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট সংগ্রহ ম্যানচেস্টার সিটির। শনিবার সোয়ানসি সিটির বিপক্ষে মাঠে নামার আগে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে লিস্টার সিটি। ম্যান সিটির বিপক্ষে জয় শেষে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বর থেকে নবম স্থানে উঠে এলো স্টোক সিটি।
No comments:
Post a Comment