Saturday, December 5, 2015
মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৫ আইএস সন্দেহভাজন আটক
সন্দেহে মালয়েশিয়ায় এক বাংলাদেশী সহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। তাদেরকে ১৭ই নভেম্বর থেকে ১লা ডিসেম্বরের মধ্যে আটক করা হয় বলে দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ওই বিবৃতিতে পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেন, সন্দেহভাজনদের একজন মালয়েশিয়ান নাগরিক, বাকিরা বিদেশী। এদের মধ্যে এক ৪৪ বছর বয়সী ইউরোপিয়ান নাগরিকও আছে, যে একজন অস্থায়ী শিক্ষক হিসেবে কাজ করছিল। তার সঙ্গে আল কায়দার স¤পর্ক রয়েছে। বাকিদের মধ্যে একজন ইন্দোনেশীয় (৩১), এক বাংলাদেশী । এর মধ্যে ওই ইন্দোনেশীয় নাগরিক এ সেলের প্রধান। সে ফেসবুকে গত বছর থেকে আইএস প্রধান আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য প্রদর্শন করে আসছে। পুলিশ প্রধান বলেন, সে ও মালয়েশীয় ব্যক্তিটি মিলে মালয়েশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশগুলো থেকে আইএস’র জন্য সদস্য সংগ্রহ করতো।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment