দক্ষিণ আফ্রিকায় বাছন মিয়া (২৭) নামে এক বাংলাদেশি যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) রাতে দেশটির লেবফোরটি এলাকায় বাছন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন বাসার ভেতরে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। নিহত বাছন মিয়া সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার জাঙ্গালহাটা গ্রামে মৃত ওয়াতির আলীর ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘ ৮ বছর আগে তিনি আফ্রিকায় যান। নিহতের ভাগ্নে সুজেল ইসলাম জানান, তার মামা বাছন মিয়া আফ্রিকার লেবফোরটি শহরে মুদি দোকানি ছিলেন। দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাছন মিয়ার চাচাতো ভাই জয়নাল আবেদীনের বরাত দিয়ে সুজেল ইসলাম গণমাধ্যমকে জানান, সোমবার (০৭ ডিসেম্বর) তিনি দেশে আসার কথা থাকলেও এখন তিনি ফিরছেন লাশ হয়ে। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) তার লাশ দেশে আনা হবে। নিহতের পারিবারিক সূত্র জানায়, ৮ ভাই বোনের মধ্যে বাছন ছিলেন সবার ছোট। ২০১২ সালে দেশে ফিরে তিনি বিয়ে করেন। তার দু’বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
সূত্র : বাংলানিউজ
Saturday, December 5, 2015
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment