Social Icons

Sunday, December 20, 2015

জানুয়ারিতে দরিদ্র জনগোষ্ঠী পাবেন হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’ নামে নতুন একটি প্রকল্প (পাইলট) গ্রহণ করেছে সরকার। এ প্রকল্পের আওতায় দরিদ্র মানুষের জেলা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে ৫০টি রোগের চিকিত্সার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেয়া হবে। জানুয়ারিতে টাঙ্গাইলের তিন উপজেলায় এক লাখ দরিদ্র পরিবারকে হেলথ কার্ড প্রদানের মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে।
 
এই চিকিত্সা ব্যয় নির্বাহের জন্য পরিবার প্রতি বছরে ১ হাজার টাকা প্রিমিয়াম হিসাবে প্রদান করবে সরকার। আর প্রতি পরিবার বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিত্সা সুবিধা লাভ করবে। দরিদ্রসীমার নীচে বসবাসকারী জনগণের জন্য গৃহীত এই প্রকল্প শতভাগ সফল হওয়ার মাধ্যমে ক্রমান্বয়ে দেশের সব দরিদ্র জনগোষ্ঠী পাবেন হেলথ কার্ড।
 
প্রকল্পের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিসেবে দেশের শীর্ষস্থানীয় বীমা সংস্থা গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানিকে নিযুক্ত করা হয়েছে। রবিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।
 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আশাদুল ইসলাম ও গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই পাইলট প্রকল্পের শতভাগ সফলতা কামনা করে আরো বলেন, সারাদেশে সরকারী হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিত্সা ও স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে সরকার। স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটিয়ে দেশে-বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে বাংলাদেশ। জনবলবৃদ্ধিসহ স্বাস্থ্য সেক্টরের অবকাঠামোর সম্প্রসারণ ও উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে দেশের দরিদ্র মানুষের প্রদানে সর্বদা তত্পর রয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’ নামে এই নতুন প্রকল্প (পাইলট) হাতে নেয়া হয়েছে।
 
তিনি বলেন, নানা প্রতিকূল অবস্থা অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের এই গতি থামিয়ে রাখা যাবে না।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates