মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার বলেছেন, ভুলবশত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন ইরাকি সৈন্য নিহত হয়েছে।
শনিবার দিনশেষে তিনি সাংবাদিকদের বলেন, ওই হামলা ভুলবশত হয়েছে বলে মনে করা হচ্ছে। উভয় পক্ষ এ ভুলের সঙ্গে জড়িত ছিল। তিনি বলেন, এই ঘটনায় শোক জানাতে তিনি ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে কথা বলেছেন।
কার্টারের এ বক্তব্য মার্কিন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তিনি মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস কেয়ারসার্জ পরিদর্শনকালে এ কথা বলেন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)’র বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় জোটের মিশনকে সহায়তা করছে এই যুদ্ধ জাহাজ।
মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইএসের বিরুদ্ধে জোটের যুদ্ধ চলাকালে এই প্রথম বার স্বপক্ষের ওপর বিমান হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পেন্টাগন প্রধান অবশ্য বিমান হামলায় কত সৈন্য নিহত হয়েছে তা জানাননি। তবে ইরাকি কর্মকর্তারা বলেছিলেন, হামলায় তাদের ১০ সৈন্য নিহত হয়েছে।
কার্টার বলেন, ‘এ ঘটনা ঘটেছে যখন আপনারা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন’। তিনি ইরাকের পশ্চিমাঞ্চলের নগরী ফালুজার কাছে শুক্রবারের এ বিমান হামলা ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন।
কার্টার শুক্রবার আফগানিস্তান সফর করেছেন। তিনি সিরিয়া বিষয়ে আলোচনার জন্য রবিবার মস্কো যাবেন।
এর আগে রবিবার তিনি উপসাগরে ফ্রান্সের বিমানবাহী রণতরী চার্লস দ্য গাউলে পরিদর্শন করেন। এ রণতরী থেকে আইএস লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে।
বাসস


No comments:
Post a Comment