স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার রাতে শতাধিক দাবানল সৃষ্টি হয়েছে। দাবানল নেভাতে প্রায় ২৩০ দমকল কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে তাতক্ষণিকভাবে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আসতুরিয়াস অঞ্চলের দমকল বাহিনীর এক মহিলা মুখপাত্র জানান, বর্তমানে প্রায় ১১১টি দাবানল জ্বলছে। রবিবার সকালে এই সংখ্যা ছিল মাত্র ১৮টি।
তিনি বলেন, ২৩০ দমকল কর্মী, বেসামরিক রক্ষী বাহিনীর কর্মকর্তারা, অন্যান্য স্বেচ্ছাসেবী ও কর্মকর্তাগণ আগুন নেভাতে কাজ করছেন।
আর ক্যান্টাব্রিয়াতে এখনো প্রায় ৩০টি দাবানল জ্বলছে। শুরুতে সেখানে ৪০টি দাবানল ছিল।
বাস্ক এবং নাভাররাতেও আরো বেশ কয়েকটি দাবানল জ্বলছে।
জরুরী সেবা সংস্থাগুলোর এক বিবৃতিতে বলা হয়েছে, দাবানলের কারণে উত্তর-পশ্চিমাঞ্চলের পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি সড়কপথ বন্ধ করে দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, তাপমাত্রা বেশি থাকায় এবং প্রবল বাতাসের কারণে আগুন নেভানোর প্রচেষ্টা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
কৃষি মন্ত্রণালয় বলেছে, স্পেনে চলতি বছর দাবানলে ৫৪ হাজারেরও বেশি হেক্টর জমির ফসল ও বনাঞ্চলের ক্ষতি হয়েছে। দাবানলে গত দুই বছরে যে পরিমাণ এলাকা পুড়ে গেছে এবার তার চেয়ে বেশি এলাকা পুড়েছে।
সূত্র: দ্য স্পেন রিপোর্ট


No comments:
Post a Comment