Social Icons

Monday, December 7, 2015

সিলেটকে হারিয়ে শেষ চারে রংপুর

একটা প্রতিযোগিতা চলছে-কে কত কম রানে অল আউট হতে পারে! কাল সিলেট সুপারস্টারস সেই প্রতিযোগিতায় যেন নেমেছিল। তবে লড়াইয়ে তারা আগের দিনের বরিশাল বুলসের স্কোরকে ছাড়িয়ে যেতে পারেনি! আগের দিন সিলেটের বিপক্ষে বরিশাল সেই ম্যাচে করেছিল ৫৮ রান। কাল সিলেট ১ রান বেশি করল! মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ক্রিকেটের ভালো-মন্দ দুই রূপ দেখল তারা!
জয়ের জন্য ৬০ রান রংপুর রাইডার্স পেরিয়ে গেল মাত্র ২ উইকেট হারিয়ে। সেই সঙ্গে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিল সাকিব আল হাসানের দল। শেষ চারের টিকেট কুমিল্লা ভিক্টোরিয়ানস আগেই নিশ্চিত করেছিল। সিলেট এ ম্যাচে হেরে যাওয়ায় বরিশাল শেষ চারের আরেক দল হিসেবে জায়গা পেল। সেমিফাইনালের সর্বশেষ চতুর্থ দল এখন কে হবে-সেই সম্ভাবনার পথে ঢাকা ডাইনামাইটস, সিলেট এমনকি চিটাগং ভাইকিংসও আছে!
ঢাকা ও সিলেট তাদের বাকি সব ম্যাচ যদি হেরে যায় এবং চিটাগং যদি তাদের শেষ দুই ম্যাচে জয় পায় তাহলে শেষ চারে পৌঁছে যাবে তামিম ইকবালের দলও! বিআরবি-বিপিএলের শেষ পর্বের প্রথম দু’দিনের ম্যাচ পয়েন্ট টেবিলের সমীকরণ বদলে দিয়েছে। টুর্নামেন্ট থেকে প্রায় হারিয়ে যাওয়া চিটাগংয়ের সামনেও এখন স্বপ্নময় পথ খোলা!
মিরপুরে কাল রাতে নামতার ভঙ্গিতে প্রায় প্রতি ওভারেই যে উইকেট হারাল সিলেট। প্রথম ওভারের চতুর্থ বলে ক্যাচ দিয়েছিলেন দিলশান মুনাবিরা। সহজ সেই ক্যাচ ড্যারেন স্যামি ফেলে দেন। কিন্তু সেই হতাশা পরের বলেই কাটিয়ে দেন আরাফাত সানি। ম্যাচের পঞ্চম বলেই বোল্ড মুনাবিরা। সিলেটের ধসের সেই শুরু। প্রথম সাত ব্যাটসম্যানের কেউ ডাবল ফিগারেই পৌঁছতে পারেননি। বোলিং পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সিলেটের ৫ উইকেট নেই। অধিনায়ক শহিদ আফ্রিদি এক বাউন্ডারি হাঁকিয়ে শুরু করলেও সাকিবের সেই ওভারেই স্টাম্পড আউট। ইনিংসের সর্বোচ্চ ২০ রান আসে সোহেল তানভিরের ব্যাট থেকে। এই ২০ রান না হলে সিলেটের রান পঞ্চাশও হয় না! ৪৩ রানেই যে তারা হারিয়ে বসেছিল ৮ উইকেট। আরাফাত সানি তার চার ওভারের প্রতিটিতেই একটি করে উইকেট পান। ১৪ রানে তার ৪ উইকেট শিকারই এ ম্যাচের গতিপথ ঠিক করে দেয়। একপাশে সাকিব অন্যপাশে সানি-এই দুই বাঁহাতির স্পিনেই যেন সিলেট শেষ! প্রথম বদলি বোলার হিসেবে মোহাম্মদ নবি এসে ফিনিশিং টানেন। নিজের বলে পেছন দিকে অনেক দূর দৌড়ে নবি যখন রুবেল হোসেনের ক্যাচ ধরলেন স্কোর বোর্ড তখন দেখাচ্ছে-সিলেট ৫৯ অল আউট!
লেন্ডল সিমন্স ও সৌম্য সরকারের উইকেট হারালেও রংপুর যখন ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতল তখনও খেলার ৬১ বল বাকি!
সব মিলিয়ে এ ম্যাচে ১১৯ রান হল। খেলা হল মাত্র ২১ ওভার। সিলেটের ইনিংস শেষ হতেই দর্শক গ্যালারি ফাঁকা হতে শুরু করল।
এই ক্রিকেট তো দর্শককে ঠকাচ্ছে!
সংক্ষিপ্ত স্কোর
সিলেট সুপারস্টারস : ৫৯/১০, ১১.৫ ওভার (সোহেল তানভির ২০; আরাফাত সানি ৪/১৪, সাকিব ২/২৫, মোহাম্মদ নবি ৩/১৫, থিসারা পেরেরা ১/৪)। রংপুর রাইডার্স : ৬০/২, ৯.৫ ওভার (সৌম্য ১১, সাকিব ২৯*, জহুরুল ৯*; শহীদ ২/১৮)। ফল : রংপুর রাইডার্স ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা : আরাফাত সানি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates