আইএসকে (ইসলামিক স্টেট) পুরোপুরি ধ্বংসের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্যালিফোর্নিয়ায় সন্দেহভাজন আইএস সংশ্লিষ্ট দম্পতির গুলিতে ১৪ জন নিহতের পর এ কথা বলেন তিনি। খবর রয়টার্সের।
ওভাল কার্যালয়ে রোববার দেওয়া এক ভাষণে তিনি বলেন, সন্ত্রাসীদের প্রত্যেকটি স্থানেই পাকড়াও করা হবে।
যুক্তরাষ্ট্র ইরাক ও সিরিয়ায় আগের মতো দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল যুদ্ধে জড়াবে না বলেও উল্লেখ করেন তিনি।
ক্যালিফের্নিয়ায় গুলিতে ১৪ জন নিহতের ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেন ওবামা। ওই ঘটনার পর আবারও দেশটিতে আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার আহ্বান জানান তিনি।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে ওবামা বলেন, সত্যিকার অর্থেই সন্ত্রাসের হুমকি রয়েছে। তবে আমরা তাদের পরাজিত করতে পারব।
তিনি আরও বলেন, এ লড়াইকে আমেরিকা ও ইসলামের মধ্যে যুদ্ধ ভাবার কোনো অবকাশ নেই।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান বার্নারদিনোতে এক পার্টিতে এম মুসিলম দম্পতির গুলিতে ১৪ জন নিহত হয়। এরপর পুলিশের গুলিতে নিহত হন ওই দম্পতি।
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তার পাকিস্তানী স্ত্রী তাসফিন মালিক (২৯) এ হামলার ঘটনা ঘটায়।


No comments:
Post a Comment