Monday, December 21, 2015
অস্ট্রেলিয়ায় সমুদ্র থেকে ড্যানিশ রাজপুত্র উদ্ধার
অস্ট্রেলিয়ার সমুদ্র থেকে ডেনমার্কের প্রিন্স ক্রিশ্চিয়ানকে উদ্ধার করা হয়েছে। সার্ফিং করার সময় সে সমুদ্রে পড়ে যায়। এক লাইফগার্ড তাকে উদ্ধার করে সমুদ্র তীরে নিয়ে আসে। সে ডেনমার্ক সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী। ব্রিসবেন কুরিয়ার মেইল পত্রিকার খবরে সোমবার বলা হয়েছে, যুবরাজ ফ্রেডেরিক ও তার অস্ট্রেলীয় বংশোদ্ভূত স্ত্রী যুবরাজ্ঞী ম্যারির ১০ বছরের পুত্র প্রিন্স ক্রিশ্চিয়ানকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সমুদ্রের পানি থেকে তুলে আনা হয়। লাইফগার্ড নিক ম্যালকম রাজপুত্রকে উদ্ধার করে মারমেইড বীচে নিয়ে আসে। রাজপুত্র ক্রিশ্চিয়ান সার্ফিং করার সময় টেউয়ের তোড়ে পানিতে পড়ে যায়। তবে বড় ধরণের সমস্যায় পড়ার আগে তাকে উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা কিভাবে ম্যালকম প্রশান্ত মহাসাগরে ঝাঁপিয়ে পড়ে রাজপুত্রকে উদ্ধার করেন তা জানান। সে রাণী দ্বিতীয় মার্গারেথ ও প্রিন্স কনসর্ট হেনরিকের নাতি। ম্যালকম সোমবার গণমাধ্যমকে বলেন, কোন মন্তব্য করার অনুমতি তার নেই।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment