লিওনেল মেসিকে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে পাওয়ার আশা করছেন হাভিয়ের মাসচেরানো। ফাইনালে খেলার জন্য আর্জেন্টাইন ফরোয়ার্ড সম্ভাব্য সব চেষ্টা করবেন বলেও মনে করেন বার্সেলোনার এই ডিফেন্ডার।
গত বৃহস্পতিবার ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমি-ফাইনাল ম্যাচের আগে তলপেটের ব্যথায় দল থেকে ছিটকে যান মেসি। তাকে ছাড়াই লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে গুয়াংজো এভারগ্রান্দেকেকে হারিয়ে প্রতিযোগিতাটির ফাইনালে ওঠে লুইস এনরিকের দল।
আগামী রবিবার ক্লাব ওয়ার্ল্ড কাপের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আর্জেন্টিনার দল রিভার প্লেটের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এ ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে আশাবাদ জানান মাসচেরানো। তিনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি; সে (আগের চেয়ে) ভালো আছে। সে (সেমি-ফাইনালে) খেলতে চেয়েছিল; কিন্তু ব্যথা ছিল অসহনীয়। আমি মনে করি, সে রোববারের ম্যাচে থাকবে। ফাইনালে খেলার জন্য করণীয় সব কিছু করবে।


No comments:
Post a Comment