Social Icons

Friday, December 18, 2015

প্রবাসী শ্রমিকদের বিমানবন্দরে হয়রানি করা যাবে না


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামীতে যেসব শ্রমিক বিদেশ থেকে আসবে তাদের যাতে বিমান বন্দরে কোনো রকম হয়রানি না করা হয় সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষকে।

গতকাল শুক্রবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য— ‘বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উত্সবের জীবন।’

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে ফিরে আসা প্রবাসী কর্মীদের  সামাজিক ও আর্থিকভাবে সংশ্লিষ্ট করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে দেশে ফিরেই তারা সামাজিক অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে পারেন না। অনেক প্রবাসী বিদেশে তাদের কষ্টার্জিত অর্থ সঠিকভাবে বিনিয়োগ করতে ব্যর্থ হওয়ায় আর্থিক ঝুঁকির মধ্যে পড়েন। এজন্য তাদের সামাজিক ও আর্থিকভাবে পুনঃএকত্রীকরণের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর চার-পাঁচ লাখ শ্রমিক বিভিন্ন দেশে কাজে যাচ্ছেন। এর ফলে একদিকে যেমন দেশের বেকারত্ব কমছে, অন্যদিকে তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে চলেছে। সরকারের আইন ও নীতিমালার কারণে পুরুষ কর্মীর পাশাপাশি নারীরাও বিদেশে যাচ্ছেন। প্রশিক্ষণের ওপর জোর দেয়ায় এখন অধিক হারে প্রশিক্ষিত জনবল বিদেশে যাচ্ছে। মন্ত্রী বলেন, আগে বিদেশে কোনো শ্রমিক মারা গেলে তাদের সংশ্লিষ্ট কোম্পানি তিন লাখ টাকা ক্ষতিপূরণ হিসাবে দিত। কিন্তু তার কোনো সময়সীমা ছিল না। এখন মারা যাওয়ার দুই মাসের মধ্যে ওই টাকা পরিশোধ করার জন্য বলা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন নাহার প্রমুখ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates