দক্ষিণ কোরিয়ার ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। রবিবার রাজধানী সিউলের রাস্তায় অন্তত ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা পার্ক জিউন সরকারের বিরুদ্ধে দেশের ইতিহাস বিকৃত করার অভিযোগ করছেন।
বিক্ষোভকারীরা দেশটির শ্রম আইনে পরিবর্তন আনার পরিকল্পনারও বিরোধিতা করছেন। বামপন্থীদের অভিযোগ, ইতিহাস বইয়ের ওপর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় একনায়কতন্ত্রের অধ্যায়কে ভুলিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও সরকারের বর্তমান কিছু নীতি কোরিয়ার গণতন্ত্রকে দুর্বল করে ফেলছে।

বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্ষোভ মিছিলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ লক্ষণীয় ছিল। মিছিলটি বিশাল ও বিশৃঙ্খলাপূর্ণ হলেও এতে সহিংস কোন ঘটনা ঘটেনি। গত মাসে অনুরূপ একটি মিছিল থেকে সহিংস ঘটনার সূত্রপাত হয়েছিল। বিক্ষোভ চলাকালে সিউলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় ১৮ হাজার পুলিশ মোতায়েন করা হয়।


No comments:
Post a Comment