Social Icons

Sunday, December 6, 2015

বিশ্বের দ্বিতীয় অজ্ঞতম দেশ ভারত!

অজ্ঞতার বিচারে বিশ্বে দুই নম্বর স্থান অর্জন করল ভারত। সম্প্রতি এক ব্রিটিশ সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। জানা গিয়েছে, মেক্সিকোর পর ভারতই বিশ্বের দ্বিতীয় অজ্ঞতম রাষ্ট্র।
 
বিশ্বের ৩৩টি দেশের মোট ২৫,০০০ নাগরিকের উপর সমীক্ষা চালায় লন্ডনের মার্কেট রিসার্চ সংস্থা ইপসস মোরি। অসাম্য, ধর্মহীন জনসংখ্যা, নারীর কর্মসংস্থান ও ইন্টারনেট লভ্যতা- গবেষণায় মোট এই ৪টি বিষয়ের উপর প্রশ্ন রাখা হয়েছিল। দেখা গিয়েছে, বিশ্বের বেশির ভাগ মানুষ উদ্বেগজনক বিষয় নিয়ে বেশি চিন্তা করে থাকেন অথচ অন্যান্য বিষয় নিয়ে কম মাথা ঘামান।
 
সমীক্ষার রিপোর্ট জানাচ্ছে, ‘মেক্সিকো ও ভারত বিশ্বের অজ্ঞতম দেশের শিরোপা অর্জন করেছে, কারণ প্রধান চারটি বিষয় সম্পর্কে এই দুই দেশের মানুষের ধারণা সবচেয়ে কম। অন্যদিকে, বিচক্ষণতম রাষ্ট্র হিসেবে নির্বাচিত হয়েছে দক্ষিণ কোরিয়া এবং তার পরই রয়েছে আয়ারল্যান্ড। এই দুই দেশের নাগরিকদের ওই চার বিষয়ে ধারণা স্পষ্ট ও সঠিক’।
 
জানা গিয়েছে, রাষ্ট্রের অজ্ঞতা মাপার জন্য সাহায্য নেওয়া হয়েছে ‘অজ্ঞতার সূচকের’। সমাজের সবচেয়ে বিত্তবানদের সম্পত্তির খোঁজখবর, মেদবহুলতা, ধর্মের সঙ্গে জনগোষ্ঠীর সম্পর্কহীনতা, অভিবাসন, বাবা-মায়ের সঙ্গে বসবাস, নারীর কর্মসংস্থান, গ্রাম্য জীবনযাপন এবং ইন্টারনেট ব্যবহার- এমনই কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে এই সূচক তৈরি হয়েছে।
 
সমীক্ষায় বোঝা গিয়েছে, বিষয়গুলি নিয়ে বেশিরভাগ ভারতবাসীরই ধারণা অস্পষ্ট। যেমন, সমাজের বিত্তবানদের হাতে কী পরিমাণ রাষ্ট্রীয় ধন জমা রয়েছে সেই সম্পর্কে অধিকাংশ ভারতবাসীর কোনো ধারণা নেই। সমীক্ষা অনুসারে, ভারতের মোট ধনসম্পদের ৭০ শতাংশ বিত্তবানদের কুক্ষিগত থাকলেও ভারতের জনসাধারণ তা জানেনই না। তেমনই, দেশে ধর্মহীন নাগরিক তাঁদের মতে মোট জনসংখ্যার ৩৩ শতাংশ হলেও আসলে তা মাত্র ১ শতাংশ।
 
সমীক্ষার রিপোর্ট জানাচ্ছে, নারীর কর্সসংস্থান সম্পর্কে সবচেয়ে অজ্ঞানতায় ভুগছে ইজরায়েল। আম ইজরায়েলবাসীর ধারণা সে দেশের ২৯ শতাংশ নারী রোজগার করেন যেখানে বাস্তব সংখ্যা অনেক বেশি। আবার ভারত, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও চিলি-র মানুষ বাস্তবের চেয়ে নারী কর্মসংস্থানের হার ঢের বেশি বলে মনে করেন। পাশাপাশি, দেশের রাজনৈতিক পটচিত্রে নারীর অংশগ্রহণের হার অনেক বেশি বলে ধারণা ভারতীয়দের। একই ধারণার বশবর্তী কলম্বিয়া, রাশিয়া ও ব্রাজিল। বাস্তব চিত্রটি কিন্তু এমন আশাপ্রদ নয়।
 
তবে একটি বিষয় সমীক্ষায় স্পষ্ট এবং তা হল- দেশের গ্রামীণ মানুষ সম্পর্কে বেশিরভাগ ভারতীয়র অত্যন্ত নীচু ধারণা রয়েছে। শুধু তাই নয়, অধিকাংশ ভারতবাসীর চোখে ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা বাস্তবের চেয়ে অনেক বেশি। অনলাইন ইন্টারনেট ইউজারের সংখ্যা যেখানে ৪১%, জনসাধারণের ধারণায় সেই সংখ্যা অন্তত ৬০%।


 সূত্র: এই সময়

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates