Social Icons

Monday, December 7, 2015

বাংলাদেশের রাষ্ট্রপতি এরশাদ

‘স্বৈরাচারী’ ও ‘অবৈধ সরকার’ এমন সমালোচনার প্রতিক্রিয়ায় নিজেকে বৈধ রাষ্ট্রপতি বলে দাবি করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।  সোমবার দুপুরে রংপুরে নিজ বাসভবন পল্লীনিবাসে তিনি এ দাবি করেন।

গত ২৬ নভেম্বর গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের যৌথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান ও এরশাদের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ। তাদের রাষ্ট্রপতি বলা যাবে না।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী কেন বলেছেন, তা জানি না। তিনি জিয়ার সঙ্গে আমাকে ব্র্যাকেট (বন্দি) করেছেন। আমি আর জিয়া এক নই, কথাটা আইনসম্মত নয়। আইনের কথা হলো, ১৯৮৬ সালের পর আমার সরকার বৈধ সরকার, আমি বৈধ রাষ্ট্রপতি।’

এরশাদ বলেন, ‘আমি রাষ্ট্রপতি আছি, রাষ্ট্রপতি থাকব। ১৯৮৬ সালের পর থেকে ১৯৯০ সাল পর্যন্ত যতদিন ক্ষমতায় ছিলাম, আমি রাষ্ট্রপতি ছিলাম।’

পৌরসভা নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, ‘আমি বলেছি, যদি সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগের কর্মকাণ্ডের কথা মানুষ ভুলে যাবে। এ বিষয়ে মানুষের মনে সন্দেহ আছে, আমার মনেও আছে। এরই মধ্যে তার প্রমাণ আমরা পেয়েছি। ১৮ জায়গায় আমাদের প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি। তাদের ভয়ভীতি দেখানো হয়েছে, এখনো হুমকি দেওয়া হচ্ছে।’

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জি এম কাদের, রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আসিফ শাহরিয়ারসহ জেলা ও মহানগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামীকাল মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা এলাকায় পৈতৃক বাড়িতে পাঁচদিনের সফরে যাবেন ন এরশাদ। মঙ্গলবার সকালে বুড়িমারী ইমিগ্রেশন দিয়ে এরশাদ ভারতে যাবেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates