বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সোমবার দুপুরে রিজভীর জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৫টা ৫ মিনিটে কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সোমবার দুপুরে রিজভীর জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৫টা ৫ মিনিটে কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।
এ সময় রিজভীর স্ত্রী, দলের নেতাকর্মী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
এ সময় রিজভীর স্ত্রী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন বলে জানান তিনি।


No comments:
Post a Comment