Social Icons

Saturday, December 19, 2015

৮০ ভাগ পৌরসভায় হারবে বিএনপি : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণে আগামী পৌর নির্বাচনে বিএনপি শতকরা ৮০ ভাগ পৌরসভায় পরাজিত হবে। কথামালার চাতুরি ছাড়া তাদের আর কোনো পুঁজি নেই।
আজ শনিবার সকালে নরসিংদীর পাঁচদোনায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
গত ১৫ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কিশোরগঞ্জে পৌরসভা নির্বাচন উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত কর্মিসভায় বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ৮০ ভাগ পৌরসভায় বিজয়ী হবে।
তিনদিন পর গত ১৮ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান দিনাজপুরের হাকিমপুর পৌরসভায় সাংবাদিকদের বলেন, নির্বাচন সুষ্ঠু হলে এবং নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ না করলে বিএনপির ধানের শীষ প্রতীকে দেশের ৮০ শতাংশ মেয়র নির্বাচিত হবেন।
বিএনপির দুই নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেন, ‘বিএনপির নেতারা প্রতিদিন তোতা পাখির মতো বলে যাচ্ছেন, নির্বাচন নিকৃষ্ট হবে। নির্বাচন সুষ্ঠু হবে না। শতকরা ৮০টি আসনে তাঁরা বিজয়ী হবে। কিন্তু তাঁরা জানে না বাংলাদেশের জনগণের মনের ভাষা, চোখের ভাষা; যেহেতু মাঠে ময়দানে থাকেন না।’
বিএনপির নেতারা হতাশায় নিমজ্জিত মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা ঘরে ঢুকে গেছেন। তাঁদের নিজেদের মধ্যেই হতাশা ও বেপরোয়া মানসিকতা কাজ করছে। কথামালার চাতুরি ছাড়া বিএনপির আর কোনো পুঁজি নেই। বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে আগামী পৌর নির্বাচনে শতকরা ৮০টি আসনেই তাঁরা হেরে যাবে।’
ওবায়দুল কাদের বলেন, নিকট অতীতে আন্দোলন কিংবা নির্বাচন কোথাও বিএনপির কোনো সাফল্য নেই। এই ব্যর্থতাকে ঢাকতেই তারা নালিশনির্ভর এবং ভাষণসর্বস্ব রাজনীতিতে ঝুঁকে পড়েছে। তাদের মধ্যে এখন নালিশ আর গলার জোর দেখা যাচ্ছে।
অবৈধ ও অপ্রয়োজনীয় বিলবোর্ড উচ্ছেদ অভিযান প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘সব বিলবোর্ড, ব্যানার সরিয়ে ফেলার জন্য বেঁধে দেওয়া ১০ দিন পার হলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে উচ্ছেদ করা হবে।’
এ সময় নরসিংদী সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান এবং কর্মকর্তারাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates