Social Icons

Sunday, December 6, 2015

তবে কি কেটে যাচ্ছে লিবিয়া সঙ্কট!


  • লিবিয়ায় বর্তমানে দুটি সরকার কার্যকর। একটি ত্রিপোলিতে নেতৃত্ব দিচ্ছে। অন্যটি তোবরুক ভিত্তিক সরকার। দ্বিতীয় সরকারটিকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মহল। দুটি সরকার পরস্পর বিরোধী হলেও এবার তারা একমত হয়েছে। তা হলো আগামী দু’ বছরের মধ্যে লিবিয়ায় জাতীয় নির্বাচন প্রশ্নে। এ বিষয়ে দু’ সরকারই একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। অনলাইন আল জাজিরা এ খবর দিয়েছে। এতে আরও বলা হয়, যদি এই চুক্তি কার্যকর হয় তাহলে আগামী দু’ বছরের মধ্যে লিবিয়া সঙ্কটের উত্তরণ ঘটবে।  আজ এ বিষয়ে একটি ঘোষণা দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ত্রিপোলি ভিত্তিক জেনারেল ন্যাশনাল কংগ্রেস (জিএনসি) ও আন্তর্জাতিক স্বীকৃত তোবরুক ভিত্তিক হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ওই পুনরেকত্রীকরণের জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করতে সম্মত হয়েছে। এই কমিটি দু’সপ্তাহের মধ্যে  একটি অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করবে। আগামী ১৩ই মে এ সঙ্কট সমাধান নিয়ে রোমে জাতিসংঘের উদ্যোগে দু’ সরকারের মধ্যে একটি শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। তার আগেই জিএনসি ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভদের মধ্যে এমন একটি সমঝোতায় অনেকেই আশার আলো দেখতে পাচ্ছেন। বিশেষ করে জঙ্গী গোষ্ঠী আইসিলের উত্থানের ভয়ে থাতা মধ্যপ্রাচ্যের অনেক দেশ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কিছু সদস্য ওই বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে। উল্লেখ্য, উত্তর আফ্রিকার এ দেশটি তেল সমৃদ্ধ। এর সরকার ও পার্লামেন্ট নিয়ে দু’পক্ষের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলছে উত্তেজনা।



No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates