Sunday, December 6, 2015
তিউনিশিয়ার কয়েক শত নারী আইএসে
তিউনিশিয়ার কয়েক শত নারী সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে যোগ দিয়েছে। এর মধ্যে প্রায় ৭০০ নারী সরাসরি সিরিয়ায় গিয়ে ওই গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে। প্রায় ৫০০ নারী দেশে বিদ্রোহী গ্রুপগুলোর সঙ্গে যুক্ত হয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করছে। সিরিয়া, ইরাক, লিবিয়ায় আইএস সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। শুক্রবার দেশটির পার্লামেন্টে এ তথ্য দিয়েছেন নারী বিষয়ক মন্ত্রী সামিরা মেরাই। তিনি বলেছেন, ক্রম বর্ধমান সন্ত্রাসের বিষয়ে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বর্তমানে সিরিয়ায় অবস্থান করছে ও তিউনিশিয়ার জেলে রয়েছে ৭০০ তিউনিশিয়ান নারী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে। সিরিয়ায় এসব নারী কি করছেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেন নি। তবে প্রধানমন্ত্রী হাবিব এসিদ অনেক মন্ত্রীকে নিজ নিজ এলাকায় গিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা নেয়ার নির্দেশ দিয়েছেন। শুক্রবার সেদেশের প্রধান বিমানবন্দর তিউনিস-কার্থাজ আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেয়া হয়। রাজধানীতে একটি আত্মঘাতী বোমা হামলার পর এ পদক্ষেপ নেয়া হয়। ওই বিমানবন্দর থেকে লিবিয়ায় যায় বিমান। পরিবহন বিষয়ক মন্ত্রী মাহমুদ বেন রোমধানে একটি রেডিও স্টেশনকে বলেছেন, আমরা ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করছি। এ জন্য অনেক নিরাপত্তা বিষয়ক পদক্ষেপ নেয়া হয়েছে।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment