বাংলাদেশের ইন্টারনেট সমস্যা নিয়ে এবার নিন্দা জানালেন ব্রাজিল প্রবাসীরা ,আজ ব্রাজিল এর পত্রিকাগুলো তা প্রকাশ করেছে।নিন্দা জানিয়েছেন ব্রাজিল সর্ব সাধারন জনতা ।কারন ছোট একটি ঘটনা কে ইসু করে প্রায় একমাস ফেসবুক, ভাইবার, ইমু সহ সকল সার্ভিস বাংলাদেশ সরকার বন্ধ করে দেয় ।ব্রাজিল প্রবাসী মোহাম্মদ তারেক হোসেন ওয়ার্ল্ড নিউজ বি বি কে জানান, ব্রাজিল থেকে বাংলাদেশে মোবাইলে সরাসরি কল করলে বাংলাদেশী টাকায় প্রায় ৪৪০ টাকা প্রতি মিনিট খরচ এখন আমার পরিবারের সাথে কথা বলাই বন্ধ হয়ে গেছে ।কারন মোবাইল দিয়ে কল করলে ২ দিনেই আমার বেতনের টাকা শেষ হয়ে জাবে। কেও আবার নুতুন বিয়ে করে এসেছেন তাদেরতো অনেক সমস্যা বও এর সাথে কথা বলতে না পারা ।বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারের একজন হলেও প্রবাসে থাকে তাদেরও এই সমস্যা ।তাই যত দ্রুত সম্ভব সরকারের এই সিধান্ত পরিবর্তন করুন ।
Sunday, December 6, 2015
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment