একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির নেতা যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার বুধবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই অভিযোগ গঠন করে।
একাত্তরে হত্যা ও গণধর্ষণসহ পাঁচটি অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। আগামী ৩১ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
নয় আসামির মধ্যে জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক সাখাওয়াত, মো. বিল্লাল হোসেন বিশ্বাস ও মো. লুৎফর মোড়ল অভিযোগ গঠনের সময় আদালতে হাজির ছিলেন।এছাড়া মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম এবং মো. আব্দুল খালেক পলাতক।
No comments:
Post a Comment