Social Icons

Tuesday, December 22, 2015

বাংলাদেশে আরো জঙ্গি হামলার আশঙ্কা করছে অস্ট্রেলিয়া

বাংলাদেশে পশ্চিমা স্বার্থে আরো জঙ্গি হামলার আশঙ্কা করছে অস্ট্রেলিয়া। এ কারণে বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিকদের উচ্চ মাত্রায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের সতর্কবার্তায় এ কথা উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জঙ্গি ও সন্ত্রাসবাদী সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো লোকজনকে গ্রেফতার অব্যাহত রেখেছে। এ ধরনের কিছু গ্রুপের মধ্যে পশ্চিমাবিদ্বেষী মনোভাব রয়েছে। বড়দিন ও নতুন বছর উপলক্ষে ছুটিতে জনসমাগম স্থলে অস্ট্রেলিয়ার নাগরিকদের যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পশ্চিমা স্বার্থসহ অন্যান্য ক্ষেত্রে আরো হামলার আশঙ্কা রয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে জঙ্গিরা অস্ট্রেলিয়াসহ পশ্চিমা নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করছে। গত সেপ্টেম্বর থেকে আইএস বিদেশী নাগরিকসহ বেশ কিছু লক্ষ্যবস্তুর ওপর হামলার দায় স্বীকার করেছে। বার্তায় সন্ত্রাসবাদের ঝুঁকি ও অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির কারণে উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে অস্ট্রেলিয়ার নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা প্রতি সব সময় নজর রাখার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সংবাদ মাধ্যম ও অন্যান্য সূত্র মনিটর করতে বলা হয়েছে। বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার সরকারি স্টাফদের পরিবারের সদস্যরা চাইলে স্বেচ্ছায় অস্ট্রেলিয়া চলে আসতে পারে। অস্ট্রেলিয়া সরকার এর অনুমোদন দিয়েছে। এছাড়া ৩১ ডিসেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ার অর্থায়নে বাংলাদেশে পরিচালিত প্রকল্পগুলো থেকে অস্ট্রেলিয়ান স্বেচ্ছাসেবকদের প্রত্যাহার করে নেয়া হবে। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates