Social Icons

Tuesday, December 22, 2015

সকাল ৯ টার মধ্যেই ভোট শেষ হয়ে যাবে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের ভোট যেভাবে সকাল নয়টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল, আমার আশঙ্কা পৌর নির্বাচনও তেমন হবে। আওয়ামী লীগ অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না।
রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দক্ষিণ জাপার আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এতে প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জি এম কাদের, অধ্যাপক দেলোয়ার হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।
এরশাদ আরো বলেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড নেই। তারা প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাওয়ায় নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আর নেই। সিইসি উনার দায়িত্ব ভুলে গেছেন। নির্বাচন কমিশন তো প্রধানমন্ত্রীর চেয়েও শক্তিশালী। উনি ইচ্ছা করলেই ডিসি, এসপিদের বদলি করতে পারেন। 
তিনি বলেন, আমাদের দলের দেড়শ’ প্রার্থী ছিলেন। ভয়ে অর্ধেক বসে পড়েছেন। দুইজন প্রার্থীকে জেলে পাঠানো হয়েছে। জনগণ এ নির্বাচন মানবে না। 
জাপা চেয়ারম্যান বলেন, এখন কথা বলার অধিকার নেই। বুদ্ধিজীবীরা চুপ। পত্রিকা কিছু লেখে না। কারণ, তারাও ভয়ে নিশ্চুপ। কাথায় আছি আমরা? এটা কি গণতন্ত্র?
এরশাদ আরো বলেন, আমাকে বলা হয়েছিল, আপনি ক্ষমতা ছেড়ে নির্বাচন দিন। এখন কি প্রধানমন্ত্রীকে এ কথা কেউ বলতে পারবে? কিন্তু আমি দিয়েছিলাম। আমার সময় ছয় জন মানুষ মারা গেছেন। ছয় জনের নাম মনে রাখা সহজ। এখন তো প্রতিদিন কতো মানুষ মারা যাচ্ছেন। তার কোনো হিসেব নেই। কেউ মনে রাখে না। তাদের কান্না বাতাসে হারিয়ে গেছে। এই গণতন্ত্র আমরা চাইনি।
বক্তব্য শেষে এরশাদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে সৈয়দ আবু হোসেন বাবলা ও সাধারণ সম্পাদক হিসেবে জহিরুল আলম রুবেলের নাম ঘোষণা করেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates