অপহরণের ১৪ দিন পর রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুজ্জামান সোহাগের সন্ধান পাওয়া গেছে। তাকে চট্টগ্রামের মিরসরাই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ও সোহাগের শ্বশুর রেজাউর রহমান দুলাল বলেন, মোবাইল ফোনে বুধবার ভোরে তারা জানতে পারেন সোহাগকে চট্টগ্রামের মিরসরাই এলাকায় পাওয়া গেছে।
ওসি মাহমুদুর রহমান জানান, সোহাগকে হাতে হাতে পাওয়ার পর কে বা কারা তাকে অপহরণ করেছে সে বিষয়ে জানা যাবে।
এর আগে সোহাগের পরিবার অভিযোগ করে, গত ৯ ডিসেম্বর ভোররাত তিনটার দিকে ১৫ জনের মতো একটি দল র্যাব পরিচয় দিয়ে সোহাগকে রাজশাহী নগরীর রাজপাড়া এলাকার বাসা থেকে তুলে নিয়ে যায়। এ সময় তারা সোহাগের ক্যামেরা, ল্যাপটপ ও তার স্ত্রীর গহনাও নিয়ে যায়। পরে সকালে তার খোঁজ করতে গেলে র্যাব কার্যালয় ও রাজপাড়া থানা থেকে সোহাগের পরিবারকে বলা হয়, আগের রাতে রাজপাড়া এলাকায় কাউকে গ্রেফতারে কোনো অভিযান চালায়নি তারা।
এ ঘটনার পর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন সোহাগের বাবা আককাসউজ্জামান। এরপর ১৩ ডিসেম্বর রাতে নগরীর রাজপাড়া থানায় সোহাগের বাবা বাদী হয়ে মামলা করেন।
No comments:
Post a Comment