Social Icons

Tuesday, December 22, 2015

তবুও খুশি নন যুবরাজ

প্রায় ২০ মাস পর আবারো ভারতীয় জাতীয় দলে ডাক পেলেন অলরাউন্ডার যুবরাজ সিং। আসন্ন অস্ট্রেলিয়া সফরে টি-২০ ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে যুবরাজকে। তবে ওয়ানডে দলে সুযোগ পাননি তিনি। তাতেই অখুশি ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ। তিনি বলেন, ‘আমি খুবই হতাশ। টি-২০ দলে সুযোগ পেলেও, ওয়ানডে স্কোয়াডে সুযোগ না পাওয়ায়।’
২০১৪ সালে সর্বশেষ ভারতীয় দলে খেলেছেন যুবরাজ। ঐ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালটিই ছিলো ভারতীয় জার্সি গায়ে তার শেষ খেলা। শ্রীলংকার বিপক্ষে ফাইনালে ২১ বল মোকাবেলা করে মাত্র ১১ রান করেন যুবরাজ। তার ওমন পারফরমেন্সে কারণেই দল থেকে বাদ পড়েন তিনি। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি তার।
অবশেষে জাতীয় দলে ফিরেছেন যুবরাজ। সেই টি-২০ ফরম্যাট দিয়েই। তাতে আনন্দে আত্মহারা থাকার কথা তার। কিন্তু না। জাতীয় দলে ফিরেও উল্টো হতাশ তিনি। কারণ ওয়ানডে দলে ফেরার আশাও করেছিলেন যুবরাজ। নিজের হতাশার কথা অকপটে স্বীকার করলেন যুবরাজ, ‘সত্যি করেই বলছি, আমি বেশ হতাশ। ওয়ানডে দলে সুযোগ না পাওয়ায়। শুধুমাত্র টি-২০ দলে সুযোগ পেয়েই খুশী হতে পারছি না। ওয়ানডে দলেও ফেরার প্রত্যাশা ছিলো আমার। তবে যে কারণে আমি হতাশ, তা সম্পূর্ণ ব্যক্তিগত। এটা ভুল বুঝাবুঝির কোনো কারণ নেই এবং অন্যভাবে নেয়ারও কোনো প্রয়োজন নেই।’
ভারতের ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে ৩৪১ রান করেছেন যুবরাজ। ৫ ম্যাচে তার গড় ৮৫.২৫। পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান তিনি। বিজয় হাজারে টুর্নামেন্ট ওয়ানডে স্টাইলে হলেও, অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেটই খেলতে হবে যুবরাজকে। তবে ঐ পরীক্ষা খুব বেশি সহজ হবে না বলে জানান যুবরাজ নিজেই, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলাটা অনেক বেশি চ্যালেঞ্জের। আসলে টি-২০ ফরম্যাটটি মোটেও সহজ নয়। তবে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো। ড্রেসিং রুমে সকলের বিশ্বাস অর্জন করতে চাই। দলের সকলে আমাকে সহায়তা করবে বলে আশা করি।’
ভারতের জার্সি গায়ে ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় যুবরাজের। এরপর ৪০টি টেস্ট, ২৯৩টি ওয়ানডে ও ৪০টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে ১৯০০ রান, ওয়ানডেতে ৮৩২৯ রান ও টি-২০ ম্যাচে ৯৬৮ রান করেন ৩৪ বছর বয়সী যুবরাজ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates