Social Icons

Tuesday, December 22, 2015

শেষ হলো পিএসএলের খেলোয়াড় ড্রাফট

 পাকিস্তান ক্রিকেট বোর্ডের বহুল প্রত্যাশিত পাকিস্তান সুপার লিগ অবশেষে আয়োজিত হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ৪ থেকে ২৩ ফেব্রুয়ারী দুবাই ও শারজায় অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টূর্ণামেন্ট।
আর এই টূর্ণামেন্টকে সামনে রেখেই ২১ ও ২২ ডিসেম্বরে হয়ে গেল পিএসএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান। আর এই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানের মাধ্যমেই পিএসএলের ১ম আসরে অংশ নেয়া পাঁচটি দল নিজেদের ঘর গুছিয়ে নিলো।

প্রথমবারের মত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের খেলোয়াড় তালিকায় রাখা হয়েছিল ৩০৮ জন ক্রিকেটার। এর মধ্যে পাকিস্তানের খেলোয়াড় ১৩৭ জন। বিদেশি খেলোয়াড় ১৭১ জন। পাঁচটি ফ্রাঞ্চাইজিতে খেলবেন কমপক্ষে ৮০জন খেলোয়াড়।
নিয়মানুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নূন্যতম ১৬ সদস্য বিশিষ্ট দল গঠন করেছে, আরো যথার্থভাবে বলতে গেলে করাচি ও কোয়েত্তা ফ্র্যাঞ্চাইজি দলে নিয়েছে ১৯ জন ও বাকি ৩টি দল অর্থাৎ লাহোর, পেশোয়ার ও ইসলামাবাদ দলে ভিড়িয়েছে ২০ জন করে খেলোয়াড়।
ফলে পিএসএলের প্রথম আসরে খেলতে ইচ্ছুক ৩০৮ ক্রিকেটারের মধ্যে পিএসএলে জার্সি পরিহিত অবস্থায় দেখা যাবে ৯৮ জন খেলোয়াড়কে। আর এই ৯৮ ক্রিকেটারের মধ্যে ২৯ জন রয়েছেন বিদেশী খেলোয়াড় ও পাকিস্তানি খেলোয়াড় রয়েছেন ৬৯ জন।
চলুন, এক নজরে দেখা যাক কোন দলে কোন তারকা খেলোয়াড়রা খেলছেন :
১. করাচি কিংস : আইকন অধিনায়ক শোয়েব মালিকের করাচি কিংসের হয়ে খেলবেন ২ বাংলাদেশী। সাকিব ও মুশফিক দুজনকেই দলে টেনেছে করাচি ফ্রাঞ্চাইজি। এছাড়াও দলে বিদেশী খেলোয়াড় হিসেবে খেলবেন দিলশান, লেন্ডল সিমন্স, রবি বোপারাদের মত তারকা। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে মোহাম্মদ আমির, সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, বিলাওয়াল ভাট্টি, ফাওয়াদ আলম প্রমুখ উল্লেখযোগ্য।
২. লাহোর কালান্দার্স : লাহোরের আইকন খেলোয়াড় ক্রিস গেইল হলেও খুব সম্ভবত দলটির অধিনায়কত্ব করবেন আজহার আলী। বাংলাদেশের বোলিং সেনসেশান মুস্তাফিজুর রহমান আছেন গেইলের এই দলে। এছাড়াও ডুয়াইন ব্র্যাভো, কেভন কুপাররা লাহোরের হয়ে বিদেশী কোটায় খেলবেন। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শোহাইব মাকসুদ, আব্দুল রাজ্জাক উল্লেখযোগ্য।
৩. ইসলামাবাদ ইউনাইটেড : ইসলামাবাদের আইকন শেন ওয়াটসন হলেও অধিনায়ক হিসেবে দায়িত্ব নিবেন মিসবাহ উল হক। আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি, ব্র্যাড হ্যাডিন, আসহার জাইদিরা খেলবেন বিদেশী কোটায়। এছাড়া মোহাম্মদ ইরফান, মোহাম্মদ সামি, সাঈদ আজমলরা খেলবেন স্থানীয় খেলোয়ার হিসেবে।
৪. পেশোয়ার জালমি : আইকন শহিদ আফ্রিদির অধিনায়কত্বে পেশোয়ারের বিদেশী কোটায় খেলবেন তামিম ইকবাল, ড্যারেন স্যামি, ব্র্যাড হজ, ক্রিস জর্ডানরা। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে আফ্রিদি নিজ দলে পাবেন ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, কামরান আকমল, মোহাম্মদ হাফিজদের।
৫. কোয়েত্তা গ্লাডিয়েটর্স : কোয়েত্তার অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদ কাজ করলেও মূল দায়িত্বটি থাকবে আইকন কেভিন পিটারসেনের ওপর। বিদেশী কোটায় কোয়েত্তায় আছেন কুমার সাঙ্গাকারা, লুক রাইট, এলটন চিগাম্বুরা, মোহাম্মদ নবী প্রমুখ আন্তর্জাতিক খেলোয়াড়গণ। এছাড়াও পাকিস্তানি আহমেদ শেহজাদ, আনোয়ার আলী, উমর গুল, জুলফিকার বাবর, আসাদ শফিকরা খেলবেন কোয়েত্তা দলের হয়ে।

ছবিতে দেখে নিন ৫টি দলের সম্পূর্ণ স্কোয়াড :







No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates