Social Icons

Tuesday, December 22, 2015

জীবন বাজি রেখে খ্রিস্টানদের বাঁচালেন মুসলমানরা

কেনিয়ায় একটি বাসের ওপর বন্দুকধারীরা চোরাগোপ্তা হামলা চালালে বাসের খ্রিস্টান যাত্রীদের রক্ষা করেছেন মুসলিম যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মুসলিম যাত্রীরা একতাবদ্ধ হয়ে তাদের প্রাণ বাঁচান। তারা তখন বন্দুকধারীদের উদ্দেশ্যে বলেন, 'যাত্রীদের কাউকে যদি হত্যা করতে হয় তাহলে যেনো সবাইকে মেরে ফেলা হয়। অথবা তারা যাতে সেখান থেকে চলে যায়। যাত্রীদের এই আচরণ দেখে হামলাকারীরা তখন সেখান থেকে চলে যায়।' এই হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। সোমালি সীমান্তের কাছে উত্তর-পূর্বাঞ্চলীয় এল ওয়াক গ্রামে এই হামলা চালানো হয়েছে। বাসটি নাইরোবি থেকে মান্ডেরা শহরে যাচ্ছিলো। হামলার জন্যে আল শাবাব গ্রুপকে সন্দেহ করা হচ্ছে। এখনো এই হামলার কথা স্বীকার করেনি গ্রুপটি। তবে ওই অঞ্চলে সাধারণত আল শাবাবই এই ধরনের হামলা করে আসছে। এই গ্রুপটি যখন গত এপ্রিল মাসে গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছিলো তারা তখন বহু মুসলিমকে ছেড়ে দিয়ে শুধু খ্রিস্টানদের আলাদা করে হত্যা করেছিলো। মান্ডেরার গভর্নর বলেছেন, খ্রিস্টানদের জীবন রক্ষা করে মুসলিমরা দেশপ্রেমের পরিচয় দিয়েছে। যে বাসটিতে হামলা হয়েছে তার চালক বিবিসিকে নিশ্চিত করেছেন যে, মুসলিম যাত্রীরা বাস থেকে খ্রিস্টানদের আলাদা করতে দেয়নি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates