Friday, December 18, 2015
স্বাভাবিক হচ্ছে ইসরায়েল-তুরস্ক সম্পর্ক
প্রায় ছয় বছর শীতল থাকার পর ফের উষ্ণ হতে শুরু করেছে ইসরায়েল-তুরস্ক সম্পর্ক। পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক স্বাভাবিক করতে প্রাথমিক আলোচনায় একমতও হয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। ২০১০ সালে গাজার উদ্দেশে রওনা হওয়া ত্রাণবাহী এক নৌবহরে ইসরায়েলি নৌবাহিনীর অভিযানে ১০ তুর্কি সমাজকর্মী নিহত হন। এরপরই দুই দেশের মধ্যে সম্পর্কের ছেদ ঘটে। চুক্তি সম্পাদন প্রক্রিয়ায় থাকা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, চুক্তিটি চূড়ান্ত হলে ইসরায়েল কর্তৃপক্ষ ওই অভিযানে নিহত তুর্কিদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেবে। এর বিনিময়ে সব অভিযোগ তুলে নেবে তুরস্ক। শুধু তাই নয়, দুই দেশে ফের উভয় পক্ষের দূতাবাস খুলে দেওয়া হবে। তবে কোনো দেশের পক্ষ থেকেই এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রাথমিক আলোচনায় দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুইজারল্যান্ডে মিলিত হন।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment