Social Icons

Friday, December 18, 2015

মার্কিন ষড়যন্ত্রে সৌদি জোট গঠন : হিজবুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, আমেরিকার ষড়যন্ত্রে সৌদি আরব কথিত সন্ত্রাসবিরোধী সামরিক জোট গঠন করেছে। সংগঠনটি এ জোট গঠনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেছে, মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা আমন্ত্রণের জন্যই এ ষড়যন্ত্র করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা এ জোট গঠনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে ভীষণভাবে সন্দিহান। জোটকে স্বাগত জানানোর কারণে লেবাননের প্রধানমন্ত্রী তাম্মাম সালামের নিন্দা জানিয়ে হিজবুল্লাহ আরো বলেছে, লেবানন এ ধরনের সন্দেহজনক কোনো জোটের সদস্য হতে পারে না। পাশাপাশি সংগঠনটি বলেছে, লেবাননকে না জানিয়ে জোটের সদস্য ঘোষণা করায় আমরা বিস্মিত হয়েছি। গত মঙ্গলবার সৌদি আরব ঘোষণা করেছে- পাকিস্তান, মালয়েশিয়া, মিসর, তুরস্ক, লেবাননসহ ৩৪টি দেশের সমন্বয়ে তারা একটি সামরিক জোট গঠন করেছে যার নেতৃত্বে রয়েছে রিয়াদ। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates