Friday, December 18, 2015
নাবালকের সঙ্গে যৌনতা : আদালতে খালাস নারী
প্রথমে অপ্রাপ্তবয়স্কর সঙ্গে তিন তিনবার যৌনতা। সঙ্গে নগ্ন হয়ে পোজ় দেওয়া। দক্ষিণ লন্ডনের বাসিন্দা আমান্ডা নামে এক নারীর বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে। তবে, ওই কিশোর অপ্রাপ্তবয়স্ক নয় বলে তাঁকে পাসপোর্ট দেখিয়েছে বলে পালটা যুক্তি সাজিয়েছেন তিনি। শেষ পর্যন্ত তিনি দোষী নন বলে ওই নারীকে স্বস্তি দিয়েছে আদালত। দু’বছরে তিনবার। ওই নারী তার সঙ্গে জোর করে সেক্স করেছে বলে অভিযোগ আনে ১৪ বছর বয়সী এক কিশোর। আর করতে না চাইলে তার কপালে মারধর জুটত বলেও অভিযোগ। সেক্সের কথা স্বীকার করে নিয়েছেন লকহার্ট। তাঁর পালটা দাবি, ওই কিশোরই বাথরুমের মধ্যে জোর করে তাঁর সঙ্গে সেক্স করেছে। কিশোরের কথায়, তাদের এই সম্পর্কের শুরু হয়েছিল ২০১৩ সালে ডিসেম্বর মাসে। গাড়ির মধ্যে ওই নারী প্রথম তার সঙ্গে সেক্স করার চেষ্টা করে বলে ওই কিশোরের অভিযোগ। এরপর গত বছর প্রথমে ওরাল সেক্স তারপর বাথরুমে গিয়ে সেক্স করেন ওই নারী। কিন্তু, তিনি যখন রান্নাঘরে গিয়ে কাজ করছিলেন তখন ওই কিশোর তাঁকে জোর করে বলে পালটা দাবি নারীর। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ওই কিশোর তাঁকে পাসপোর্ট দেখিয়ে নিজেকে প্রাপ্তবয়স্ক বলে দাবি করেছিল। এরপরই সে নারীকে জোর করে যৌনতায় লিপ্ত হয়। নারীর এই বয়ান এবং কিশোরের অভিযোগ শোনেন ১২ জন বিচারপতির বেঞ্চ। শেষ পর্যন্ত ক্নিনচিট পান ওই মহিলা।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment