সৌদি আরবের নেতৃত্বে অতি সম্প্রতি গঠিত ৩৪ দেশের জোটের প্রতি সমর্থন দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ খবর প্রকাশ করা হয়।
মঙ্গলবার ৩৪টি মুসলিম প্রধান দেশ নিয়ে একটি নতুন সামরিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব।
রিয়াদে এক সংবাদ সম্মেলনে সৌদি প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানান, এই জোট ইরাক, সিরিয়া, মিসর আর আফগানিস্তানে সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবে। এই জোটে বাংলাদেশের নামও রয়েছে।
মঙ্গলবার ৩৪টি মুসলিম প্রধান দেশ নিয়ে একটি নতুন সামরিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব।
রিয়াদে এক সংবাদ সম্মেলনে সৌদি প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানান, এই জোট ইরাক, সিরিয়া, মিসর আর আফগানিস্তানে সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবে। এই জোটে বাংলাদেশের নামও রয়েছে।
অন্যদিকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছিল, পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী বলেছেন, সৌদি সামরিক জোটে নিজেদের অন্তর্ভুক্তির ঘোষণা শুনে তিনি বিস্মিত হয়েছেন।
একই সাথে রিয়াদে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের কাছে এ বিষয়ে বিশদ জানতে চাওয়া হয়েছে।
বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জোটে পাকিস্তানের ভূমিকা কি হবে, তা ঠিক করার আগে ঐ জোটে আদৌ তারা যোগ দেবে কিনা সে সিদ্ধান্ত নিতে হবে।
এতে করে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মন্তব্য তার অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, পাকিস্তান জঙ্গিবাদ, চরমপন্থঅ ও সন্ত্রাসের মোকাবিলায় সব আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগকে সমর্থন করে। এ কারণেই দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতা দিচ্ছে।
এ প্রেক্ষাপেই পাকিস্তান সন্ত্রাস প্রতিরোধে ৩৪ জাতি জোট গঠনকে স্বাগত জানাচ্ছে। আর জোটের বিভিন্ন কার্যক্রমে কিভাবে অংশ নেবে, সেটা বিস্তারিতভাবে জানার অপেক্ষা করছে।
এতে আরো বলা হয়, পাকিস্তান ও সৌদি আরব ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃবোধপূর্ণ সম্পর্কে আবদ্ধ। উভয় দেশ সন্ত্রাসবাদকে নিন্দা করে এবং এটা নির্মূল করতে সহযোগিতা করবে।
একই সাথে রিয়াদে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের কাছে এ বিষয়ে বিশদ জানতে চাওয়া হয়েছে।
বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জোটে পাকিস্তানের ভূমিকা কি হবে, তা ঠিক করার আগে ঐ জোটে আদৌ তারা যোগ দেবে কিনা সে সিদ্ধান্ত নিতে হবে।
এতে করে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মন্তব্য তার অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, পাকিস্তান জঙ্গিবাদ, চরমপন্থঅ ও সন্ত্রাসের মোকাবিলায় সব আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগকে সমর্থন করে। এ কারণেই দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতা দিচ্ছে।
এ প্রেক্ষাপেই পাকিস্তান সন্ত্রাস প্রতিরোধে ৩৪ জাতি জোট গঠনকে স্বাগত জানাচ্ছে। আর জোটের বিভিন্ন কার্যক্রমে কিভাবে অংশ নেবে, সেটা বিস্তারিতভাবে জানার অপেক্ষা করছে।
এতে আরো বলা হয়, পাকিস্তান ও সৌদি আরব ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃবোধপূর্ণ সম্পর্কে আবদ্ধ। উভয় দেশ সন্ত্রাসবাদকে নিন্দা করে এবং এটা নির্মূল করতে সহযোগিতা করবে।


No comments:
Post a Comment