Social Icons

Friday, December 18, 2015

বিএনপি নেতারা নির্বাচনী মাঠে

পৌর নির্বাচনের মাঠে নেমেছেন বিএনপির শীর্ষ নেতারা। গতকাল থেকেই মূলত শুরু হয়েছে এই আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। কেন্দ্রগঠিত বিভাগীয় টিমগুলোর দায়িত্বপ্রাপ্ত নেতারা দিনভর গণসংযোগ করেছেন। ধানের শীষের প্রতীকের প্রার্থীর পক্ষে তারা ভোট চেয়েছেন, নির্বাচনী সভাও করেছেন। এ দিকে পৌর নির্বাচন ইস্যুতে কথা বলতে ৩০ ডিসেম্বরের আগেই বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা সমাবেশ, পেশাজীবীদের সাথে মতবিনিময়সহ বেশ কয়েকটি মিটিং করবেন বলে জানা গেছে। 
নির্বাচনী প্রচারণার মাঠে থেকে নয়া দিগন্তকে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানিয়েছেন, তারা ধানের শীষের প্রতীকের পক্ষে গণজোয়ার প্রত্যক্ষ করেছেন। ভোটাররা ভোট দেয়ার জন্য মুখিয়ে রয়েছেন। আতঙ্ক, ভয়ভীতি উপেক্ষা করে দলের নেতাকর্মীরাও মাঠে রয়েছেন। এখন দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের। তিনি বলেন, যদি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের বদলে কারচুপি-ভোট ডাকাতির নির্বাচন হয়, তাহলে সরকার ও ইসিকেই দায়ভার বহন করতে হবে। নতুন করে সরকারবিরোধী আন্দোলনেরও সূচনা হতে পারে। 
দলীয় সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনের প্রস্তুতি ‘কার্যকরভাবে’ শেষ করার জন্য কেন্দ্রগঠিত ১২টি টিম প্রচার-প্রচারণায় মাঠে নেমেছে। কেন্দ্রীয় মনিটরিং সেল ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য ছয়টি, রাজশাহীর জন্য দু’টি এবং খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের জন্য একটি করে সাংগঠনিক টিম কাজ করছে। কেন্দ্রীয় মনিটরিং সেলের প্রধান হিসেবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সদস্যসচিব হিসেবে যুগ্ম মহাসচিব মো: শাহজাহান মাঠপর্যায়ের প্রস্তুতি দেখভাল করেছেন। ঢাকা বিভাগের তিনটি টিমের নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, গয়েশ্বরচন্দ্র রায় ও চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক। চট্টগ্রাম বিভাগের তিনটি টিমের নেতৃত্ব দিচ্ছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ও উপদেষ্টা রুহুল আলম চৌধুরী। রাজশাহী বিভাগের দু’টি টিমের নেতৃত্বে আছেন চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার আমিনুল হক ও ইকবাল হাসান মাহমুদ টুকু। খুলনায় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, সিলেটে চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, বরিশালে ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এবং রংপুরে টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। দায়িত্বপ্রাপ্তরা গতকাল সকাল থেকে রাত অবধি নির্বাচনী গণসংযোগ চালিয়েছেন। পথসভা হয়েছে। বিতরণ করা হয়েছে লিফলেট। 
গয়েশ্বর রায় ও মো: শাহজাহানের নেতৃত্বে বেলা ১১টা থেকে টাঙ্গাইলের বিভিন্ন পৌরসভায় প্রচার-প্রচারণা চালানো হয়েছে। টিমের সদস্য ঢাকা বিভাগের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ রাত ৮টায় জানিয়েছেন, বেলা ১১টায় মির্জাপুরে ধানের শীষের প্রার্থী হজরত আলীর পক্ষে পথসভা দিয়ে প্রচারণা শুরু হয়। এরপর টাঙ্গাইল সদরে দলের প্রার্থী মাহমুদুল হক সানু, ভূয়াপুরে খালেদ মণ্ডল এবং গোপালপুরে জাহাঙ্গীর আলম রুবেলের পক্ষে নির্বাচনী গণসংযোগ করা হয়। 
স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান পঞ্চগড়ের বিভিন্ন পৌরসভায় গতকাল নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ গণসংযোগ করেছেন গাজীপুরের শ্রীপুর পৌরসভায়। চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত নেতারা নির্বাচনী মাঠে রয়েছেন। প্রস্তুতি নিয়ে একাধিক মিটিং তারা করেছেন। চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাসির উদ্দিন নয়া দিন্তকে জানান, তারা প্রস্তুতি বৈঠক করেছেন। কিভাবে গণসংযোগ চালানো যায় তা নিয়ে নেতাদের সাথে আলোচনা করা হয়েছে। 
বিএনপির কেন্দ্রীয় নেতারা দলীয় প্রার্থীর পে প্রচারপত্র বিতরণ ও ভোটারদের দ্বারে গিয়ে ভোট চাইছেন। স্থানীয় নেতাকর্মীদের প্রচারকাজে উৎসাহ দিচ্ছেন। একই সাথে ভোটারদের কাছে দেশের পরিস্থিতি তুলে ধরে ধানের শীষের পে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছেন। জানা গেছে, দলের বিদ্রোহী প্রার্থীদের সাথেও কথা বলছেন নেতারা। যাতে করে ওই সব প্রার্থীর শেষ পর্যন্ত ধানের শীষের প্রতীকের পক্ষে মাঠে নামানো যায়। 
কেন্দ্রগঠিত ১২টি টিমের বাইরেও নিজ নিজ জেলার কেন্দ্রীয় নেতারাও গতকাল থেকে প্রচার-প্রচারণা শুরু করেছেন। 
এ দিকে কৌশলগত কারণে নিজে মাঠে না নামলেও নির্বাচন ইস্যুতে কথা বলতে ৩০ ডিসেম্বরের আগেই বেশ কয়েকটি মিটিং করবেন খালেদা জিয়া। এর অংশ হিসেবে আজ পেশাজীবীদের সাথে বৈঠক করবেন তিনি। এর মধ্যে বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে বসবেন তিনি। মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ অথবা বৈঠক হবে। পৌর নির্বাচন ইস্যুতে করণীয় নির্ধারণে আজ বেলা ১১টায় গুলশান কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের মহাসচিবপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates