Friday, December 18, 2015
মধ্য আকাশে আসন নিয়ে ঝামেলা, নারীকে যাত্রীকে ঘুষি
বিমানে উঠেই দিব্যি বসে পড়েছিলেন অন্য এক নারী যাত্রীর আসনে। কিন্তু, সংশ্লিষ্ট যাত্রী নিজের আসন ফেরত চাইতেই তাঁর কপালে জুটল ঘুষি। এমনকী ওই নারীর গলাও টিপে ধরেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৫৪ বছর বয়সী লরেন্স ওয়েলস। আর এই কীর্তির জন্য তাঁর ১০ বছর হাজতবাসও হতে পারে। লস অ্যাঞ্জেলস থেকে সানফ্রান্সিসকো যাওয়ার জন্য বিমানে ওঠেন লরেন্স। আর বিমান টেক অফ করার পরই ঘটনাটির সূত্রপাত। আসন নিয়ে তাঁর সঙ্গে এক মহিলার ঝামেলা শুরু হয়। নিজের আসন ফেরত চাওয়ায় ওই নারীকে মারধর করেন লরেন্স। এর জেরে ছাড়ার ১০ মিনিটের মধ্যেই জরুরি অবতরণ করে বিমানটি। ফিরে আসে লস অ্যাঞ্জেলসে। ওই নারী তাঁর আসন ফেরত চাওয়ায় লরেন্স খুবই ভেঙে পড়েছিলেন বলে বিমানের অন্য যাত্রীরা জানিয়েছেন।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment