Friday, December 18, 2015
যুক্তরাষ্ট্রে বোমা রাখার অভিযোগে শিখ কিশোর আটক
যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে বোমা নিয়ে যাওয়ার অভিযোগে ১২ বছর বয়সী এক শিখ কিশোরকে আটক করেছে মার্কিন পুলিশ। আরমান সিং সারাই নামের ওই কিশোরের এক সহপাঠীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তবে ওই সহপাঠী নিছক মজা করার জন্য এমন অভিযোগ করেছিল বলে সামাজিকমাধ্যমে জানিয়েছে আরমানের পরিবার। তাদের অভিযোগ, একটি বাচ্চা ছেলের অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে, অভিভাবক না ডেকেই আরমানকে পুলিশের হাতে তুলে দেয়। আটকের পর আরমানকে তিন দিন একটি কিশোর সংশোধনকেন্দ্রে রাখার পর ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনার আগে টেক্সাসেরই আরেকটি স্কুলে নিজ হাতে বানানো ঘড়ি নিয়ে বিপাকে পড়েছিল আরেক মার্কিন মুসলিম কিশোর আহমেদ মুহাম্মদ। ১৪ বছর বয়সী ওই কিশোরের বানানো ঘড়িকে বোমা ভেবে পুলিশে খবর দিলে আটক করা হয় আহমেদকে। কিশোর আহমেদের আটকের খবর প্রচারিত হলে বিশ্বজুড়ে তীব্র সমালোচনায় তাকে মুক্তি দেয় মার্কিন কর্তৃপক্ষ।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment