আবারও হ্যাকিংয়ের শিকার হয়েছে বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী এবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইট হ্যাকারের দখলে ছিল কয়েক ঘণ্টা।
মঙ্গলবার রাতের কোনো এক সময় সোনালী ব্যাংকের ওয়েবসাইট আক্রান্ত হয়।
বুধবার সকালে ওই সাইটে ঢুকে দেখা যায় প্রচ্ছদপৃষ্ঠা দখল করে সেখানে নোটিস ঝুলিয়েছে হ্যাকার।
কালো প্রেক্ষাপটের ওপর হুডধারী এক যুবকের ছবি দিয়ে তার নিচে লেখা দেখা যায় ÔHacked By K1nGnCaÕ। সেখানে হ্যাকার নিজের পরিচয় দিয়েছেন ÔMuslim HackerÕ নামে।
এ বিষয়ে জানতে সোনালী ব্যাংকের আইটি বিভাগের মহাব্যবস্থাপক সর্দার নুরুল আমিন সকাল ৯টায় বলেন, “আমি এখনো অফিসে পৌঁছাইনি। অফিসে ঢুকে বিষয়টা দেখব।”
এরপর সকাল ১০টার দিকে সাইট আবার স্বাভাবিক চেহারায় ফেরার কথা জানান তিনি।
সর্দার নুরুল আমিন বলেন, “আমরা ভেন্ডরকে ডেকেছি। আমাদের সাইট কীভাবে আরও নিরাপদ রাখা যায় সে ব্যবস্থা নেয়া হবে।”
তিনি বলেন, ওয়েবসাইট কিছু সময়ের জন্য ‘হ্যাকড’ থাকায় ‘ব্যাংকিং ডেটা’ হেরফের হওয়ার আশঙ্কা নেই।
২০১৩ সালে সোনালী ব্যাংকের একটি হিসাবের পাসওয়ার্ড হ্যাকিংয়ের মাধ্যমে আড়াই লাখ ডলার লোপাট হয়। গতবছর এক অনুষ্ঠানে ওই তথ্য প্রকাশ করেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম।
হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারিতে ধুঁকতে থাকা রাষ্ট্রায়াত্ত ব্যাংকটির কয়েকটি শাখায় গত দুই বছরে সিঁদ কেটে চুরির ঘটনাও ঘটেছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment