Monday, December 21, 2015
পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি খালেদা জিয়ার
পৌরসভা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করেছেন। আজ বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ দাবি করেন। তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের ঘরে মুক্তিযোদ্ধার নামে রাজাকার পুষছে। মুক্তিযুদ্ধের সময় তারা সাধারণ মানুষকে নির্যাতন করেছে। তাই তাদেরও বিচার করতে হবে বলে আমরা দাবি জানিয়েছি। কিন্তু এসব রাজাকারদের তারা কোন বিচার করছে না। এই হল আওয়ামী লীগের চরিত্র। তিনি বলেন, যুদ্ধের সময় সৈনিকদের জুতা ছিল না, কম্বল ছিল না। তাদের ঠিক মতো খাবার দেয়া হতো না। তাপরও এই সৈনিকরা দেশকে ভালোবেসে যুদ্ধ করেছে। দেশ স্বাধীন করেছে। অপরদিকে রক্ষী বাহিনী তৈরী করা হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন তাদের বাড়ি দেয়া হয়েছে। গাড়ি দেয়া হয়েছে। এই আওয়ামী লীগ নিজ দলের মধ্যে যারা নিষ্ঠার সঙ্গে মুক্তিযুদ্ধ করেছে তাদেরও মূল্যায়ন করেনি। যথাযোগ্য সম্মান করেনি। করেছে গুটিকয়েক চাটুকারদের। তিনি বলেন, এই রক্ষী বাহিনী সাধারণ মানুষ ধরে নিয়ে যেতো। গুম করে ফেলতো। আজ দেশে সেই রক্ষীবাহিনীর পরিবেশ বিরাজ করছে। প্রতিদিন সকালে কেউ ভাই হারা, কেউ সন্তানহারা এসে বলে আমার ভাই ৩ মাস, আমার ছেলে ৪ মাস ধরে নিখোঁজ। তাদের উপর কেন এই অত্যাচার। তারা কি এদেশের মানুষ না। তারা কি আমাদের ভাই না? খালেদা জিয়া অভিযোগ করেন, এরা খুজে খুজে বিএনপির নেতাকর্মীদের হত্যা করছে। এদের উদ্দেশ্য বিএনপিকে নির্মূল করা। এসময় তিনি বলেন, বিদেশে আমার কোন ঠিকানা নেই। বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment