Social Icons

Wednesday, December 2, 2015

১৮৮ জনের মৃত্যু - বিমান চলাচল বন্ধ : বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু

 প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের তামিলনাড়ুর জন জীবন। পুদুচেরি, চেন্নাই, তিরুভেল্লুর, কাঞ্চিমপুরমসহ রাজ্যের উত্তরাঞ্চলের প্রায় প্রতিটি জেলায় পানির নিচে। ভেঙ্গে পড়েছে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবার সকাল থেকে ব্যাহত হচ্ছে বিমান চলাচলও। নির্ধারিত বহু বিমান ও ট্রেন বাতিল করা হয়েছে। তামিলনাড়ুতে লাগাতার বৃষ্টিতে এ পর্যন্ত ১৮৮ জনের মৃত্যু হয়েছে। গত দুদিন ধরে চলা অবিরাম বৃষ্টিতে রাজ্যের রাজধানী চেন্নাই এবং এর আশপাশের এলাকাগুলো প্লাবিত হয়েছে। চেন্নাই বিমানবন্দরের রানওয়েতে পানি ঢুকে পড়ায় মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত নয়টি বিমান বাতিল করা হয়েছে। বিমানবন্দরে আটকা পড়েছে ৪ শতাধিক যাত্রী। বিমানবন্দরের পরিচালক দীপক শাস্ত্রী এনডিটিভি’কে বলেছেন, রানওেয়র পানি সরে না যাওয়া পর্যন্ত এখান থেকে কোনো বিমান ছাড়বে না।

   নানা জায়গায় ডুবেছে রেললাইনও। ফলে বাতিল করা হয়েছে ১৩টি নির্ধারিত ট্রেন। গতিপথ বদল করা হয়েছে আরও ১১টি ট্রেনের। পরিস্থিতি আরও কঠিন হতে পারে এই আশঙ্কায় আগামী কয়েক দিন পুলিশ, দমকল, উপকূলরক্ষী বাহিনীসহ জাতীয় ও রাজ্য স্তরের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। মঙ্গলবার এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথাও বলেছেন তিনি।  

 বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে সপ্তাহ তিনেক ধরে বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুতে। এক মাসে চেন্নাইয়ে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা সাধারণত তিন মাসে হয়। গত কয়েক দিনের বৃষ্টিপাত ভেঙে দিয়েছে এক শতকের বৃষ্টির রেকর্ড। আগামী চার দিন চেন্নাইসহ তামিলনাড়ুর বিভিন্ন উপকূলবর্তী এলাকায় আরও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 















No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates